রাতেরও একটি সীমানা আছে
- ড. মীর মনজুর মাহমুদ
- Aug 8, 2022
- 1 min read
Updated: Aug 9, 2022
প্রকৃতির মতই মানুষের ব্যক্তি এবং সামষ্টিক জীবনে রাত ও দিনের আগমন এবং প্রস্থান ঘটে থাকে। তবে তা কখনই অনন্তকালের জন্য নয়। এদের উভয়েরই একটি নির্দিষ্ট সীমানা রয়েছে। রাত কেবলই কর্মহীন, দুঃশ্চিন্তা করার কোনো সময়কাল নয়। সেজন্য কারো জরুরি ও একান্ত কাজ বা সফর থাকলে তা রাতেই ভালো হয়।

ইসরা ও মি‘রাজের মতো মহান ঘটনা রাতের বেলাই ঘটেছিল। অধিকাংশ ছাত্রের পরীক্ষাপূর্ব পড়ালেখা রাতের প্রহরেই করতে হয়। কারণ আল্লাহ তাআলা রাতকে শুধুই বিশ্রামের জন্য সৃষ্টি করেননি। নবীজী স.-এর জীবন এর বড় উদাহরণ। আলকুরআনের বর্ণনামতে, রাতের অর্ধেক, এক তৃতীয়াংশ অথবা দুই তৃতীয়াংশ জাগরণকারী মানুষ অনেক রয়েছে- যারা নিজের ও পরের কল্যাণ কামনায় মহান রবের কাছে সাজদাবনত থাকে।তাদের প্রার্থনায় থাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণচিন্তা। তবে অবশ্যই তা কর্মনির্ভর হবে-কেবলই প্রার্থনায় সীমাবদ্ধ নয়।আমরা এও জানি যে, শুধু সালাতে বিনীত হওয়া নয়, ইসলামের শিক্ষা হলো- জীবনের সকল ক্ষেত্রেই মহান রবের বিধি-নিষেধের কাছে নিঃশর্ত আনুগত্য করা।
আলকুরআনের বর্ণনামতে, রাতের অর্ধেক, এক তৃতীয়াংশ অথবা দুই তৃতীয়াংশ জাগরণকারী মানুষ অনেক রয়েছে- যারা নিজের ও পরের কল্যাণ কামনায় মহান রবের কাছে সাজদাবনত থাকে।তাদের প্রার্থনায় থাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণচিন্তা। তবে অবশ্যই তা কর্মনির্ভর হবে-কেবলই প্রার্থনায় সীমাবদ্ধ নয়।
সুতরাং যে বা যারা জীবন পথে চলতে গিয়ে রাতের সাক্ষাত পেয়ে ভেঙ্গে পড়েন, তাদের উচিত অর্থবহ দিন যাপনের জন্য প্রতিটি রাতেই প্রস্তুতি নেয়া। সুস্থ, শান্তমনে গঠনমূলক চিন্তা দিয়ে জীবনকে ভরে তুলুন। দেখবেন আপনার জন্য অত্যাসন্ন সকাল এবং দিনটি অন্য সবার চেয়ে ভোলো হয়েছে। মনে রাখবেন, আধাঁরেরও সৌন্দর্য আছে- তা দেখতে শিখুন।তাহলে আলো ও আধাঁরকে ভালোভাবে চিনতে পারবেন, পারবেন জীবনকে গতিময় করতে।
(১ম পর্ব শেষ)
ড. মীর মনজুর মাহমুদ
রেক্টর, জীবন







Comments